মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০১২

ফেইক ফেসবুক প্রোফাইল

আশরাফুল ইসলাম
আসসালামুয়ালাইকুম।পরম করুনাময় আল্লাহর নামে শুরু করছি।
আল্লাহ অশেষ রহমতে সবাই ভালো আছেন।
বরাবরের মতই লিখতে ইচ্ছে হল সবার প্রিয় ফেসবুক নিয়ে।আজ যেই বিষয় টা নিয়ে লিখছি তা সবার জানা একটি বিষয়।
আবার দেখা যায় অনেকের ফেসবুকের চালানোর পুরাতন অভিজ্ঞতা থেকেই আইডি দেখেই বলে দিতে পারেন কোনটা আসল আর কোনটা ফেইক।এটা নিয়ে ফেসবুক ডেভেলপারদের পেজে গেলেই আসল নকল বুঝা যায়।তাই সেখান থেকে কিছু তথ্য নিয়ে সবার সাথে শেয়ার করলাম।
ফেসবুক,আমাদের বাস্তবিক জীবনের একটি ব্যতিক্রমি প্রতিফলন।এটা সামাজিক যোগাযোগের একটি অন্যতম মাধ্যম।বর্তমানে ফেসবুকে আসল আইডির চেয়ে তুলনামূলক ভাবে চোখে পরে বেশি ফেইক আইডি।


বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০১২


ভালোবাসার স্বাদ
মজিবর রহমান (মমি)

Gm.Gm.wm. cixÿv †kl nj m‡e gvÎ `yw`b Av‡M| ‡iRvë LyeB Lvivc n‡e| ZvB A¯^w¯’ †eva KiwQ| g‡b kvwšÍ cvw”Q bv| Rvbvjvi cv‡k e‡m evB‡i ZvwK‡q AvwQ|
Ggb mgq wcQb †_‡K †K †hb WvKj , myRb ?
ZvwK‡q †`wL gv wcQ‡b `uvwo‡q Av‡Qb|
Avwg Zvi w`‡K GKUz ZvwK‡qB gyL wdwi‡q wbjvg| Ggb mgq gv ej‡jb, nu¨v †i| †Zvi wK n‡q‡Q? Kw`b †_‡K †`LwQ gb Lvivc K‡i AvwQm| †Kv‡bv AmyL nq wb †Zv?
স্বপ্নের শহর তেঁতুলিয়া
আল আমিন 

স্বপ্নের শহর যেমন তেঁতুলিয়া 
তেমনি এখানে সবাই পায় আনন্দ দিয়া,
চোর ডাকাত নাই এখানেতে 
সবাই বাস করে সুখে শান্তিতে। 

তেঁতুলিয়া শুরু হয়েছে বাংলাবান্ধা দিয়ে 
এর শেষ হয়েছে টেকনাফ গিয়ে,

বুধবার, ২৫ জানুয়ারী, ২০১২

ভালোবাসি
মমি

কী লিখব তোমায় নিয়ে 
ভেবে না পাই কিছু
ছুটছি তোমার পিছু। 

অদ্যাবধি ভাবছি তোমায় 
লিখিছি তোমার কথা
পাগল প্রেমিক
আল-আমিন
শুরুটা হোক যেমন তেমন
শেষটা হবে ভালো,
চেহারাটা তার সুন্দর হলেও
হৃদয়টা তার কালো। 

তাকে আমি বলেছিলাম 
কেমন আছো তুমি


মাহফুজ
নারী 
নারী তুমি বহুরুপী
কথা কাজে নানামুখী
সততা তোমার মুখের বাণী
আসলে তোরা ছলনাময়ী
স্বার্থের জন্য দিতে পার প্রাণ। 
কেটে পড় হলে পরে
চাহিদার অবসান। 



শুক্রবার, ২০ জানুয়ারী, ২০১২

Kve¨ Mí: AvR‡Ki we‡KjUv ‡Zvgv‡KB w`jvg

AvR ‡Zvgv‡K ‡f‡ewQ KweZvi Aeq‡e
‡Zvgv‡K wN‡iB KweZvi Qwe AvuKe
c…w_exi wkí mvwn‡Z¨i Hk¦h© ‡mŠ›`h© KweZv
‡hরুc cweÎ Avj-‡KviAv‡bi ‡miv ‡mŠ›`h¨© m~iv Avi-ivngvb
c«K…wZi ‡mŠ›`h© cy¯ú Kvbb,
fvjevmvi ‡mŠ›`h¨© wPivqZ ‡c«g,
iv‡Zi ‡mŠ›`h¨© b¶ÎcyÄ,
w`‡bi ‡mŠ›`h¨© ‡fvi-mܨvi Avengvb m~h©
wVK ‡Zgwb ‡mB ‡mŠ›`h¨©‡i Qwe AvuK‡Z ZZUv D`M«xe Avwg
hZUv cvMj ‡c«wgK Zvi ‡c«wgKvi gyL Kíbv Ki‡Z e¨¯—|

AvR ‡Zvgv‡K wb‡qI KweZvi g‡Zv ‡miKg fve‡ev
hZUv KweZv‡K fvjevwm Avwg c«wZwU mgq
hZUv KweZvi wfZi wb‡Ri Aw¯’Z¡ wbe× ivwL
KweZvi Q›` cj­‡e wbR©b wZwg‡i MxZv‡ii m~i g‡š¿ wbwfó _vwK

বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০১২

তুমি আসবে বলে
মাহফুজ জামান হিলারী
স্বপ্নের মাঝে এলে তুমি যেদিন হতে
আজো তোমায় খুঁজি
কোথাই গেলে হারিয়ে।
ভেবেছিলাম পাবো তোমাই
নেবো আপন করে,
সে স্বপ্ন আমার হলো না পূরণ, 

মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০১২

চলুন দেশটা'র পরিবর্তন করে ফেলি

বাংলাদেশের তথ্যপ্রযুক্তির জঘন্যতম-নীতির অতীত-বর্তমান 

একটু জানুন - ভবিষ্যৎ আপনাকেই গড়তে হব।

লেখাটি এখান থেকে নেওয়া।
ব্যান্ডউইথ'ই তথ্যপ্রযুক্তি, তথ্যপ্রযুক্তি মানেই ব্যান্ডউইথ। একবিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে একটা দেশ তথ্যপ্রযক্তিতে কতটুকু ডেভলপ করেছে তা জানতে আর কোন ডাটা দরকার নেই, শুধু ঐ দেশের ব্যান্ডউইথ ইউজ ও জনসংখ্যা রেশিও দিয়েই ফুল জানা যাবে।যার মানে বর্তমান তথ্যপ্রযুক্তির অর্থনীতি- রাজনীতির এই বিশ্বে অর্থনীতি ও উন্নয়নের প্রথম ইন্ডিকেটর হচ্ছে দেশটির পারক্যাপটা ব্যন্ডউইথ কত ? 

 মায়ের ভালোবাসা 
এ, আর, আতাউর রহমান মোল্লা
ছেলে হারা মায়ের আহাজারি 
বিন্দ্রিত করিয়াছে আমায়। 
হায়! হায়! সে অসহায় জননীর কি অবস্থা
অন্যে কি বুঝিতে পায়। 
ব্যথিত জননীকে সান্ত্বনা দিতে 
ছুটে যাই অকপটে। 
অহত বিবশ হৃদয় দেখিয়া ভুলে যাই ভাষা,
সান্ত্বনা দিব কিসে। 

সোমবার, ১৬ জানুয়ারী, ২০১২

জানুয়ারী-২০১২


নীল নক্ষত্র
Photobucket
ছবিঃ এবে পার্ক, লেস্টার, ইংল্যান্ড
পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে যেখানে যে আছেন সবার জন্য এই নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। আগামীতে সবাই ভাল থাকুন, সুন্দর থাকু্‌ন, সবার মনের অপূর্ণ আশা পূর্ণ হোক এবং এই ফুলের মত রঙ্গে রঙ্গে রঙ্গীন হয়ে উঠুক সবার জীবন এমন প্রত্যাশায় আমার এই ক্ষুদ্র নিবেদন-
বছরের পর বছর ঘুরে নতুন বছর আসে
পৃথিবীকে সাজিয়ে নতুন রঙ্গে, নতুন সুবাসে।
ফেলে আসা স্মৃতি পিছু টানে মায়ার বাঁধনে
তবু সে বাঁধন ছিড়ে আসে যুগের আহ্বানে।

হাসির জোকস

আশরাফুল ইসলাম 
শীতের রাত, চট্টগ্রাম থেকে ট্রাক নিয়ে ঢাকা ফিরছে। কেবিনে ড্রাইভার আর হেলপার। চৌদ্দগ্রামের কাছে পুলিশ ট্রাক থামালো। ড্রাইভারকে বল্লো দুইজন পুলিশকে ঢাকা নিয়ে যেতে হবে। ড্রাইভার অনিচ্ছাস্বত্তেও রাজী হলো। বেচারা হেলপারকে পেছনে চলে যেতে হলো। শীতের রাত, ড্রাইভারের হেলপারের জন্য খারাপ লাগছিলো। কিন্তু কিছু করার নেই।
পুলিশ অফিসার আলাপ জমানোর জন্য জানতে চাইলো, বাড়ি কই?
নাইন-ইলেভেন পরিবর্তন এনেছে যুক্তরাষ্ট্রের বিজ্ঞান গবেষণায়                                                         
রোকনুজ্জামান রাকিব

ফরেনসিক মেডিসিন। হত্যা মামলা তদন্তের ক্ষেত্রে বহুল ব্যবহৃত একটি শব্দ। তবে ২০০১ সালে টুইন টাওয়ারে হামলার ঘটনার পর নিহতদের চিহ্নিত করতে চিকিত্সা বিজ্ঞানের এই শাখার বেশ ব্যবহার হয়েছে। কেননা হামলাস্থল ‘গ্রাউন্ড জিরো’ থেকে উদ্ধার করা হয়েছিল অনেক হাড়গোড়। সেগুলো থেকে মানুষের পরিচয় খুঁজতে নিয়োগ দেয়া হয়েছিল ফরেনসিক বিশেষজ্ঞদের। দিনরাত পরিশ্রম করে তারা সে কাজ করেছেন। এর ফলে যেটা হয়েছে সেটা হলো, মাটি লেগে থাকা চূর্ণবিচূর্ণ হাড় থেকে কীভাবে মানুষের পরিচয় জানা সম্ভব সে বিষয়টি আরও ভালোভাবে রপ্ত করতে পেরেছেন মার্কিন বিশেষজ্ঞরা। এই অভিজ্ঞতা পরবর্তী সময়ে কাজে লেগেছে অন্যান্য দেশেও, যেখানে গণহত্যার ঘটনা ঘটেছে।

ইন্টারনেট সেবার বেহাল দশা


রোকনুজ্জামান রাকিব

বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৩০-৪০ লাখ পৌঁছেছে। ২০০৮ সালে সংখ্যা ছিল ছয় লাখ। এখন দেশে ১০০ জনের মধ্যে দুই থেকে তিন জন ইন্টারনেট ব্যবহার করে। বর্তমানে দেশে প্রায় কোটি মোবাইল ফোন গ্রাহক আছে। মোবাইল ফোনের মাধ্যমেও ইন্টারনেট ব্যবহার জনপ্রিয় হচ্ছে। প্রকৃতপক্ষে ইন্টারনেট সেবাকে জনপ্রিয় করতে মোবাইল ফোনই বিশেষ ভূমিকা পালন করছে। ব্রডব্যান্ড ইন্টারনেটের পাশাপাশি ওয়াইম্যাক্স ইন্টারনেট সেবাও জনপ্রিয় হচ্ছে। বর্তমানে দেশে লাখের বেশি ওয়াইম্যাক্স ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে। কিউবি বাংলালায়ন নামের দুটি প্রতিষ্ঠান ওয়াইম্যাক্স সেবা দিচ্ছে। এরই মধ্যে দেশের উপজেলাতেও ইন্টারনেট ব্যবহারকারীদের অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেট সেবা দিচ্ছে বাংলাদেশ টেলকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) 

শনিবার, ১৪ জানুয়ারী, ২০১২

বিচিত্র মন



আহমাদ ইউসুফ
প্রতিটি ভোরের আলোর সাথে,
আঁধার মনের লড়াই বাধে
প্রতিটি সাঝের আঁধার ঘিরে,
আশাবাদী মন সাধনা সাধে
প্রতিটি শিশির ফোটার সাথে,
পাপী মনের পাপ ক্ষুয়ে যায়
প্রতিটি ফুলের কলির সাথে,
ভ্রমর মনের প্রেম ছুয়ে যায়
প্রতিটি মেঘের দলের সাথে,
উদাসী এ মন যায় উড়ে যায়

বাছাই

মাধবীলতা,
শেষ বিকেলের গোধুলী বেলায়
এখন বিষন্নতার ভর
পার্কের বেন্চিগুলোয়
মিথ্যে প্রেমের সবাক অভিনয়
ঘনিয়ে আসা আঁধার জুড়ে
নিশাচরের প্রতি মৌন সম্মোহন
ঘরমুখী বন্দি জীবনগুলোর কপোলে
স্বপ্ন ভঙ্গের পষ্ট দুঃছাপ

শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০১২

কিবোর্ডের ফাংশন কি


F1 থেকে F12 কীগুলোর কাজ কি?
আশরাফুল ইসলাম

F1:
. Help ফাংশন কী যেকোন প্রোগ্রামের জন্য
. কীবোর্ডের windows কী + F1 চাপলে Microsoft   Windows help and  support center খোলে
 
   
F2
. শুধু F2 চাপলে রিনেম করা যায়
. Alt + Ctrl + F2 চাপলে Microsoft Word –এর নতুন ডকুমেন্ট খোলে
. Ctrl + F2 প্রিন্ট প্রিভিউ দেখা যায়

বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০১২

কল্প কাহিনী-ভিন গ্রহের সবুজ ভূমি

 এস, কে, দোয়েল



সম্পাদক আলোর ভূবন
হঠাৎ পথ চলতে একটি ঘাসের উপর একটি জিনিষ ঝলমল করতে দেখা গেল, বিস্ময়কর সে জিনিস। আশেপাশে চেয়ে দেখল ন্যালসন জনমানবহীন। ক্ষুদ্র এই জিনিষটা অদ্ভুত নড়াচড়া করছে। তাতে ভীতি সঞ্চার হলেও সাহস করে ধরে ফেলল জিনিসটাকে ন্যালসন। সহসাই Thank you শব্দটি ভেসে এল অদৃশ্য থেকে। জিনিসটি অবিকল একটা ডায়মন্ড। কয়েকমিনিট সে ডায়মন্ডটা হাতে নিয়ে ভাল করে দেখতে লাগল ন্যালসন। তবে এটা সাধারণ পাথর নয়; বিস্ময়কর এক ম্যাজিক পাথর। হ্যাঁলো যুবক আমাকে যত্ন করে পকেটে রাখ নইলে ফসকে যাব। পরে হারাবে আমায়? অদ্ভূত এ পাথরটার কাছ থেকে এরকম একটি কথা বের হয়ে আসবে। তাতে ভাবনায় পড়ে গেল ন্যালসন। আবার পাথরটি বলে উঠল হ্যাঁলো যুবক জানি তুমি এখন ক্ষুধার্ত, সামনের এগোও, পেয়ে যেতে পার একটি আপেল। তা দিয়ে তুমি ক্ষুধা নিবারণ করতে পারবে। 

জীবনের গল্প

  রোকনুজ্জামান রাকিব 

                একজন তাহরিয়ার গল্প

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীন প্রকৌশল ও জীব প্রযুক্তি বিভাগে ঢুকতেই কথা হলো বিভাগের শিক্ষক মোস্তাক ইবনে আইয়ুব স্যারের সাথে।মেয়েটির কথা জানতে চাইলেই তিনি বললেন সে এখন মলিকুলার বায়োলোজি বিভাগের ল্যাবে গবেষনা নিয়ে ব্যস্ত।অবশেষে মলিকুলার বায়োলোজি ল্যাবে গ্লাভস হাতে দাড়িয়ে আছে মেয়েটি ।মেয়েটি এবারের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া পদক বিজয়ী জীন প্রকৌশল ও জীব প্রযুক্তি বিভাগের ছাত্রী তাহরিয়া নাজনীন শ্রাবনীর । আর সেখানেই জানালার পাশে বিকেলের আলোয় বসে গবেষনার ফাকে জানালেন তার সপ্ন আর সাফল্যের কথা।

বুধবার, ১১ জানুয়ারী, ২০১২

টিপস এন্ড ট্রিকস

আশরাফুল ইসলাম 
 
কি ভাবে ফেসবুকের টাইমলাইন বন্ধ করবেন?

প্রথমত নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। আমি আল্লাহর কাছে সবার সাফল্য মন্ডিত জীবনের জন্য  প্রার্থনা করি এবং আলোর ভূবন এর সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ এবং সর্বদা এর সংঙ্গে থাকুন। আপনাদের আর্শীবাদে আলোর ভূবন ভালই চলছে। যেহেতু ফেইসবুক 15 ডিসেম্বর বিশ্বজুড়ে নতুন বৈশিষ্ট্য ​​হিসাবে ফেইসবুক টাইম লাইন চালু করেছে তা ব্লগে উল্লিখিত (আগে, টাইমলাইন শুধুমাত্র ডেভেলপারদের জন্য ছিল), আর এখন ফেসবুক ব্যবহারকারীরা এটা ব্যবহার করছে। অনেক ব্যবহারকারী এর বিন্যাস বিভিন্ন চেহারা সঙ্গে অসুবিধায় পরে তাই এটা নিয়ে আমার মূলত পোষ্টটি। আপনি কিভাবে ফেইসবুক টাইমলাই নিষ্ক্রিয় করবেন এর সম্পর্কে নিম্নোক্ত সহজ ধাপগুলি অনুসরণ করুন:

সোমবার, ৯ জানুয়ারী, ২০১২

কম্পিউটার টিপস এন্ড ট্রিকস

 আশরাফুল ইসলাম

কিভাবে মোডেমের স্পিড বাড়াবেন?

উইন্ডোজের কন্ট্রোল প্যানেল থেকে ফোন এন্ড মডেম অপশন্স- যেতে হবে। মডেমস্ ট্যাব থেকে নিজের মডেমটি সিলেক্ট করতে হবে। প্রোপার্টিজে যেতে হবে। প্রোপার্টিজের এডভান্স ট্যাবের এক্সট্রা সেটিংস্- এক্সট্রা ইনিশিয়ালাইজেশন কমান্ডস- যা লিখতে হবে তা হচ্ছে AT&FX লিখে ওকে করে বেরিয়ে এসে পিসি রিষ্টার্ট করতে হবে

রবিবার, ৮ জানুয়ারী, ২০১২

ওই যে ছেলেটি কবিতা লিখে

                                                                                                                                                  এস. কে. দোয়েল 




ওই যে ছেলেটি কবিতা লিখে….
কি যেন নাম, প্রায়:ক্ষন বসে থাকে মহানন্দার তীরে
হ্যাঁ-হ্যাঁ ছেলেটি তো অমুকের ছেলে,বলল পাশে আরেক নিন্দুক
বলুন তো দেখি কবিতা লিখে কি হবে,
কবিতা ভাত দিবে?
অর্থের যোগান দিবে?
দেবদাস হয়ে বেঁচে থাকার কোন মানে আছে?
নিশ্চয়ই না,খামাকা নিজেকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া।

I SAW THAT FAIR A LADY IN WHITE

 এস. কে. দোয়েল

কাননের ঠিক গোলাপটির মত মেয়েটি হবে। চমৎকার হবে সেই মেয়েটি, যার গায়ের রং হবে ফর্সা এবং হালকা গোলাপী মিশ্রিত সাদা। গোলগাল মুখ;দু’চোখে যাদু টানা দৃষ্টি, ঠোঁটযুগল রক্ত লাল গোলাপী লিপিষ্টিক এর মতো রং। কোন ক্যামিকেল থাকবেনা, ও দু’টো ঠোঁটে, প্রয়োজন হবে না কোন লিপিষ্টিকের। এমনকি এরকম কোন আকর্ষণ করার মত পালিশ। যেতে হবে তাকে কোন বিউটি পার্লারে, প্রয়োজন হবে কোন রুপচর্যার দক্ষ বিউটিশিয়ান। কোন মেকআপ ছাড়াই তাকে লাগবে অসম্ভব সুন্দরী। তাকে দেখলে মনে হবে সে কি এই মাত্রই
কোন রুপের মঞ্জিল থেকে বের হয়ে এলো!

আসুন সুন্দর চিন্তা করি প্রতিটি সময়

এস, কে, দোয়েল
[সম্পাদক]
 
২০১২ সাল একটি সম্পূর্ণ নতুন একটা বছর। যে দিনটি আমাদের জীবন থেকে অতীত হয়ে যায় সেটাকে আমরা একটা পুরাতন দিন বলি। ১ জানুয়ারি সব্যচাষী কবি সৈয়দ সামসুল হক দৈনিক সমকালের প্রথম পৃষ্ঠায় “নতুন দিন : ভোরের বারান্দায় দাঁড়িয়ে আছি” লেখাটিতে এই কথাটি আমার অত্যন্ত হৃদয় কেড়েছে। যা কোটেশন না করে পারছিনা।“আজকে একটি নতুন দিন এলো। বলছি নতুন দিন। কাল একটি নতুন দিন ছিল। বলবো তাকে,পুরনো দিন? না। কাল দিনটাকে বলছি গতকাল। আর আজকের দিনটি আজকের। কালকের তুলনায় আজকের দিনটিকে যদি আগামীকাল,তাহলে তার অর্থ সামান্য থেকে অসামান্যে পৌছতো। ও আগামী দিনটি শব্দটাই বিপুল বিশাল এক বিস্তার চায়”।

শনিবার, ৭ জানুয়ারী, ২০১২

ত্রৈমাসিক আলোর ভূবন প্রকাশনা উৎসব


প্রিয় ব্লগার বন্ধুরা শুভেচ্ছা ও ভালবাসা গ্রহন করুন। বাংলাদেশের শেষ সীমান্ত তেঁতুলিয়া উপজেলা। সেই টেকনাফ থেকে তেঁতুলিয়া জৃড়ে এই বাংলাদেশ। বলা যায় এই তেঁতুলিয়াই বাংলাদেশের শুরু।এখানেই আমি বেড়ে উঠেছি আমার শৈশব-কিশোর-যৌবনে এসে। প্রকৃতির ছায়া ঘেরা তিনদিকে ভারত বেষ্টিত এ তেঁতুলিয়া উপজেলাটি শান্তিপূর্ণ এলাকা।ভারতের বিস্তৃত চা-বাগান,বহমান নদী মহানন্দা,উত্তরে আকাশচুঁড়া হিমালয় পর্বত, দার্জিলিং, কাঞ্চনজঙায় রুপমাধুয্যে আমি বিমোহিত হয়ে কখন যেন কলম ধরে ফেলেছিলাম। সেই থেকে লেখালেখি।একদিন মনে হলো এই প্রান্তিক এলাকা থেকে একটি সাহিত্য ম্যাগাজিন বের করা যায়। যদিও এখান থেকে কোন প্রকার সাহিত্যপত্র নিয়মিত,অনিয়মিত বের হতে দেখা যায়নি। সেমতে আমি উদগ্রীব হয়ে ২০০৯ সালে “আলোর ভূবন সাহিত্য ম্যাগাজিন প্রথম বের করে যাত্রা শুরু করলাম। যা চলছে অদ্যাবদি পর্যন্ত। গত ২০১০ সালে ডিসেম্বর সংখ্যাটি ঈদ সংখ্যা হিসেবে বের হয়েছিল। এই সংখ্যাটি ঘিরেই ১৭ ডিসেম্বর আলোর ভূবন সম্পাদনা পরিষদ ও তেঁতুলিয়া মুক্তিচিন্তা পরিষদের উদ্যাগে আয়োজন করেছিলাম আলোর ভূবন প্রকাশনা উৎসব।এর সাথে যুক্ত হয়েছিল ১৯৭১ সালের গণহত্যা বিষয়ক ছবি,জহির রায়হানের স্টপ জেনোসাইড বড় পর্দায় প্রামাণ্য চিত্র প্রদর্শন।