টিপস এন্ড ট্রিকস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
টিপস এন্ড ট্রিকস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০১২

কিবোর্ডের ফাংশন কি


F1 থেকে F12 কীগুলোর কাজ কি?
আশরাফুল ইসলাম

F1:
. Help ফাংশন কী যেকোন প্রোগ্রামের জন্য
. কীবোর্ডের windows কী + F1 চাপলে Microsoft   Windows help and  support center খোলে
 
   
F2
. শুধু F2 চাপলে রিনেম করা যায়
. Alt + Ctrl + F2 চাপলে Microsoft Word –এর নতুন ডকুমেন্ট খোলে
. Ctrl + F2 প্রিন্ট প্রিভিউ দেখা যায়

সোমবার, ৯ জানুয়ারী, ২০১২

কম্পিউটার টিপস এন্ড ট্রিকস

 আশরাফুল ইসলাম

কিভাবে মোডেমের স্পিড বাড়াবেন?

উইন্ডোজের কন্ট্রোল প্যানেল থেকে ফোন এন্ড মডেম অপশন্স- যেতে হবে। মডেমস্ ট্যাব থেকে নিজের মডেমটি সিলেক্ট করতে হবে। প্রোপার্টিজে যেতে হবে। প্রোপার্টিজের এডভান্স ট্যাবের এক্সট্রা সেটিংস্- এক্সট্রা ইনিশিয়ালাইজেশন কমান্ডস- যা লিখতে হবে তা হচ্ছে AT&FX লিখে ওকে করে বেরিয়ে এসে পিসি রিষ্টার্ট করতে হবে