আপনার যদি Internet Download Manager ইন্সটল করা থাকে তাহলে এটাকে
update to IDM version 6.03 Beta or disable the "Advanced browser integration" option by going toOptions > General. |
ইন্টারনেট লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ইন্টারনেট লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০১২
গুগল ক্রোমের হ্যাং সমস্যার সমাধান
লেবেলসমূহ:
ইন্টারনেট
স্পিড বাড়ান মজিলা ফায়ারবক্সের

প্রথমে Firefox চালু করে এড্রেসবারে about:config টাইপ করে এন্টার চাপুন। ফায়ারফক্সের কনফিগারেশন পেজ চালু হবে।
HTTP PIPELINING এনাবল করুন:১. HTTP পাইপলাইনিং এনাবল করে ব্রাউজিং এর গতি বাড়াতে পারেন। এর জন্য ওপেন হওয়া কনফিগারেশন পেজের ফিল্টারে টাইপ করুন network.http.pipelining. দু’টো ভ্যালু পাবেন।২. network.http.pipelining.ssl অপশনের ভ্যালু True করুন।(ডাবল ক্লিক করলে False থেকে True হবে।)
৩. network.http.pipelining.maxrequests অপশনে ডাবল ক্লিক করে এর ভ্যালু বাড়িয়ে নিন।(ডিফল্ট থাকে ৪ আপনি আপনার নেট লাইনের গতি বুঝে পরিবর্তন করুন। আমার ব্রাউজারে এটি ৮ করা আছে।)
HTTP PROXY পাইপলাইন এনাবল ও network.dns.disableIPv6 ট্রু করুন:১. HTTP PROXY পাইপলাইন এনাবল করতে
লেবেলসমূহ:
ইন্টারনেট
সোমবার, ১৬ জানুয়ারী, ২০১২
ইন্টারনেট সেবার বেহাল দশা
![]() |
রোকনুজ্জামান রাকিব |
বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৩০-৪০ লাখ পৌঁছেছে। ২০০৮ সালে এ সংখ্যা ছিল ছয় লাখ। এখন দেশে ১০০ জনের মধ্যে দুই থেকে তিন জন ইন্টারনেট ব্যবহার করে। বর্তমানে দেশে প্রায় ৭ কোটি মোবাইল ফোন গ্রাহক আছে। মোবাইল ফোনের মাধ্যমেও ইন্টারনেট ব্যবহার জনপ্রিয় হচ্ছে। প্রকৃতপক্ষে ইন্টারনেট সেবাকে জনপ্রিয় করতে মোবাইল ফোনই বিশেষ ভূমিকা পালন করছে। ব্রডব্যান্ড ইন্টারনেটের পাশাপাশি ওয়াইম্যাক্স ইন্টারনেট সেবাও জনপ্রিয় হচ্ছে। বর্তমানে দেশে ২ লাখের বেশি ওয়াইম্যাক্স ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে। কিউবি ও বাংলালায়ন নামের দুটি প্রতিষ্ঠান ওয়াইম্যাক্স সেবা দিচ্ছে। এরই মধ্যে দেশের উপজেলাতেও ইন্টারনেট ব্যবহারকারীদের অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেট সেবা দিচ্ছে বাংলাদেশ টেলকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।
লেবেলসমূহ:
ইন্টারনেট
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)