মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০১২


আজ ভাষা নামে মেয়েটির শুভ জন্মদিন

স্যার স্যার পিছন থেকে ডেকে উঠে এক কিশোরী মেয়ে,
ফুল নিবেন ফুল,আজ না একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস,
নিন একগুচ্ছ হলুদ রাঙা গাঁদা ফুল,ওই শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে আসুন,
টাকা লাগবো না; আজ ফুল বিক্রি করতে এই শহীদ মিনারে আসিনি,
এসেছি ঝাকরা চুলের শব্দ সৃষ্টির কবিদের হাতে একগুচ্ছ করে ফুল তুলে দিতে,
নিন,আপনি তো কবি;২১ শতাব্দির অহংকার,সাহিত্যের রুপকার;
তোমার নাম কি বলো তো?
ভাষা,
ভাষা?
হ্যাঁ ভাষা আমার নাম। আমার আব্বু-আম্মু নামটি রেখেছিল এই দিনটির জন্য,
তার মানে একুশ ফেব্রুয়ারিতে তোমার জন্ম?
তাহলে তো আজ তোমার জন্মদিন,
জ্বি স্যার,
শুভ জন্মদিন ভাষা;
ধন্যবাদ স্যার,আপনার আর্শীবাদ পৃথিবীর শ্রেষ্ট উপহার।

শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১২



সাতাশটি বছর পর
কবি এ.আর.আতাউর রহমান মোল্লা


একটি কাননে দাড়িয়ে আছি সাতাশ বছর ধরে
ফুলগুলো সব ডাকতো মোরে সারা জীবন ভরে৷
শত ফুলের শত গন্ধ আভাস লাগে গায়
কোন ফুলের সোহাগ রেণু ধরবে এসে আমায়৷
কমল কাননে দাড়িয়ে আছি বিষন্নতা তাই
কোন ফুলের ভ্রমর আমি কোন খানেতে যাই৷
ভিন্ন ফুলের ভিন্ন হাসি ওষ্ঠ তাদের নাই
গন্ধ আছে সব ফুলের ধরার উপায় নাই৷
বদন খানি নেইকো তাদের
তবু হাসি বদন ভরা
কোন বদনের হাসি মোরে করলো পাগল পারা৷
পক্ষি সকল গান গাহিত হর্ষ fiv ZvB

বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১২


KZ K_v
‡gv. Avj Avwgb †nv‡mb

KZ K_v Rgv Av‡Q Avgvi ey‡Ki gv‡S
jvj mey‡Ri cZvKvi K_v ej‡Z, mKvj `ycyi mv‡S,
GB cZvKvi Rb¨ w`‡q wZwik jÿ knx‡`i cÖvY
Gme K_v e½eÜy †kL gwRe‡ii Ae`vb|

wZwb mvov w`‡q wQ‡jb ev½vjx‡`i cÖv‡Y
‡mme K_v AvR ev‡R Avgvi Kv‡b,

রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০১২

গরীবের ভালোবাসা
আলআমীন
গরীবের ঘরে জন্ম নিলাম
সবার চেয়ে সুন্দর হলাম
একজনাকে ভালো বাসলাম
তাকে আমি চেয়ে ছিলাম।
পেয়ে ছিলাম তাকে আমি
হাঁড়াতে দেই নি কোনো দিনি
মনের মধ্যে রাখবো আমি

শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০১২

গুগল ক্রোমের হ্যাং সমস্যার সমাধান






কারণ:
This error displays when Google Chrome unexpectedly shuts down.

সমাধান:

পুনরায় আপনার ব্রাউজারটি চালু করুন।

 আপনার কি Internet Download Manager ইন্সটল করা আছে?

আপনার যদি  Internet Download Manager ইন্সটল করা থাকে তাহলে এটাকে
update to IDM version 6.03 Beta or disable the "Advanced browser
integration" option by going toOptions > General.

  আশরাফুল ইসলাম

স্পিড বাড়ান মজিলা ফায়ারবক্সের


প্রথমে Firefox চালু করে এড্রেসবারে about:config টাইপ করে এন্টার চাপুন। ফায়ারফক্সের কনফিগারেশন পেজ চালু হবে।
HTTP PIPELINING এনাবল করুন:১. HTTP পাইপলাইনিং এনাবল করে ব্রাউজিং এর গতি বাড়াতে পারেন। এর জন্য ওপেন হওয়া কনফিগারেশন পেজের ফিল্টারে টাইপ করুন network.http.pipelining. দু’টো ভ্যালু পাবেন।২. network.http.pipelining.ssl অপশনের ভ্যালু True করুন।(ডাবল ক্লিক করলে False থেকে True হবে।)
৩. network.http.pipelining.maxrequests অপশনে ডাবল ক্লিক করে এর ভ্যালু বাড়িয়ে নিন।(ডিফল্ট থাকে ৪ আপনি আপনার নেট লাইনের গতি বুঝে পরিবর্তন করুন। আমার ব্রাউজারে এটি ৮ করা আছে।)
HTTP PROXY পাইপলাইন এনাবল ও network.dns.disableIPv6 ট্রু করুন:১. HTTP PROXY পাইপলাইন এনাবল করতে

মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০১২

নোকিয়া মোবাইলের জন্মস্থান সনাক্তকরণ


Nokia Manufacturer IMEI country of origin Check
Nokia

IMEI is the unique number identification of a cell / mobile phone. All mobile phones have a unique number – therefore you would not find two with the same number.
To check your IMEI number, key in “*#06#” (star hash zero six hash) on your Nokia mobile phone’s keypad just as you would when you dial a phone number to make a call.

More detailed info. This only applies for phones after year 2004.
Format of IMEI is just like show below:
AA-BBBBBB-CCCCCC-D
AA-BBBBBB = Type Allocation Code (TAC)

বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০১২

গুগল ডুডল ক্যাম্পেইনঃ


নির্বাচিত চূড়ান্ত লোগো, এবং আমাদের প্রোপোজাল লেটার!
আলোর ভূবন ডেক্স থেকে
দীর্ঘ পথ পাড়ি দিয়ে আজ আমাদের ক্যাম্পেইন প্রায় শেষের পথে। আনুষ্ঠানিক ক্যাম্পেইন ঘোষণা করে গত মাসের ১৭ তারিখ কাজ শুরু করেও এতো দ্রুত শেষ করারটা অনেক চাপ ছিল আমাদের সবার জন্য। তথ্য সংগ্রহ, লোগো নির্বাচন সহ আরও অনেক কিছুই ছিল ক্যাম্পেইনের কার্যক্রম। সেসব কথা হয়তো আপনারা অনেকেই জানেন, তাই নতুন করে বলর প্রয়োজন নেই।
ডুডল ক্যাম্পেইনের আজকেই শেষ পোষ্ট! তাই আজকে দুটি চূড়ান্ত বিষয় আপনাদের সামনে উপস্থাপন করছি-

নির্বাচিত লোগোঃ

গুগল ডুডল “বাংলাদেশ”- লোগো ডিজাইন প্রতিযোগীতা! এই পোস্টের মাধ্যমে ডুডল লোগো ডিজাইন প্রতিযোগীতা শুরু হয় এবং এই প্রতিযোগীতায় আমাদের ফেইসবুক পেজে অনেক প্রতিযোগী অসম্ভব সুন্দর সব লোগো আপলোড করেন। 


‡Zvgvi Rb¨
gwRei ingvb (gwg)
  
‡Zvgvi Rb¨ c_ †P‡q AvwQ
K‡e evwo‡q †`‡e †Zvgvi H
ga~gvLv †KvgjZvi b¨vq nvZ
‡hb fzeb †fvjv‡bv nvwmi Øviv
Avgvq K‡iQ Zzwg
cvM‡ji gZ D`vmx †cÖwgK
Avi Avwg ?
nvwi‡qwQ mKj w`K

বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০১২

•|• পবিত্র কোরআন শরিফের সকল সূরা ও হাদিসের বাংলা অর্থ •|•

 আলোর ভূবন ডেক্স
১. কোনো কিছু আরম্ভ করার পূর্বে = বিসমিল্লাহ
২. কোনো কিছু করার উদ্দেশ্য = ইনশাল্লাহ
৩. কোনো বিস্ময়কর বিষয় দেখলে = সুবহানাল্লাহ
৪. কষ্টে ও যন্ত্রণায় = ইয়া আল্লাহ
৫. প্রশংসার বহিঃপ্রকাশ = মাশাআল্লাহ
৬. ধন্যবাদ জ্ঞাপনে = যাজাকাল্লাহ
৭. ঘুম থেকে জাগ্রত হবার পর = লা-ইলাহা-ইল্লাল্লাহ
৮. শপথ নেয়ার সময় = ওয়াল্লাহি বিল্লাহ
৯. হাঁচি দেয়ার পর = আলহামদু লিল্লাহ
১০. অন্য কেউ হাঁচি দিলে = ইয়ার হামুকাল্লাহ
১১. জিজ্ঞাসার জবাবে = আলহামদু লিল্লাহ
১২. পাপের অনুশোচনায় = আসতাগফিরুল্লাহ
১৩. পরপোকার করার সময় = ফিসাবিলিল্লাহ
১৪. কাউকে ভালোবাসলে = লিহুব্বিল্লাহ
১৫. বিদায়ের সময় = ফিআমানিল্লাহ
১৬. সমস্যা দেখা দিলে = তাওয়াক্কালতু আলাল্লাহ

ফ্রি গেম ডাউনলোড

Scrinshot
Asraful
সব ধরনের গেম ডাউনলোড করতে পারেন। রেজুলেশন ও খুবই ভালো।বিস্তারিত জানতে নিচের লিংক এ ক্লিক করুন। ভালো থাকুন, ভালো রাখুন পাশের মানুষটিকে।
http://www.gametop.com/