মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০১২

 মায়ের ভালোবাসা 
এ, আর, আতাউর রহমান মোল্লা
ছেলে হারা মায়ের আহাজারি 
বিন্দ্রিত করিয়াছে আমায়। 
হায়! হায়! সে অসহায় জননীর কি অবস্থা
অন্যে কি বুঝিতে পায়। 
ব্যথিত জননীকে সান্ত্বনা দিতে 
ছুটে যাই অকপটে। 
অহত বিবশ হৃদয় দেখিয়া ভুলে যাই ভাষা,
সান্ত্বনা দিব কিসে। 
 অতিব কষ্টে রাখিয়া ছিল জননী,
আপন উদরের পরে। 
জানিতে যদি বিধাতার এমনই পরিহাস
রাখিতো কি যতন করি?
প্রশব বেদনায় জননী যখন
হইয়া ছিল জ্ঞান হারা,
বাছা ধনের বদন দেখিয়া
এখন খুশিতে আত্মহারা।
নিজে না খাইয়া খাওয়াইতো জননী
অতিব আপন করি। 
তৃপ্তি নিত নিজেই খাইয়াছে?
দোষ দিত কি তাতে?
সবার নিকট হার মানিতো মায়ের ভালোবাসা
ভালোবাসায় হইয়া মশগুল, হারাইয়াছে হাসা।
হাতে পাতে বড় করিয়া নেই নি কোন কষ্ট
এখন যে কষ্ট পাইয়াছে
সে কষ্টইতাই হলো জ্যেষ্ট।  



















Print this post

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন