শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০১২

কিবোর্ডের ফাংশন কি


F1 থেকে F12 কীগুলোর কাজ কি?
আশরাফুল ইসলাম

F1:
. Help ফাংশন কী যেকোন প্রোগ্রামের জন্য
. কীবোর্ডের windows কী + F1 চাপলে Microsoft   Windows help and  support center খোলে
 
   
F2
. শুধু F2 চাপলে রিনেম করা যায়
. Alt + Ctrl + F2 চাপলে Microsoft Word –এর নতুন ডকুমেন্ট খোলে
. Ctrl + F2 প্রিন্ট প্রিভিউ দেখা যায়

F3
. অনেক প্রোগ্রামে সার্চ করার জন্য ব্যবহৃত হয়
. Shift + F3 চাপলে Microsoft Word-এর বড় হাতের অক্ষর থেকে ছোট হাতের    
   অক্ষরে পরিবর্তন করে

F4
. find উইন্ডো খোলে।
.Alt + F4 Windows সকল প্রোগ্রাম বন্ধ করে
. Ctrl + F4 Microsoft Word –এর সকল উইন্ডো বন্ধ করে।

F5
. refresh করা যায়।
. Microsoft Word – find, replace, and go to অপশঙ্গুলো খোলে
. PowerPoint – slideshow শুরু হয়

F6
.ইন্টারনেট ব্রাউজারে এড্রেস বারে যাওয়া যায়
. Ctrl + Shift + F6 Microsoft Word- আরেকটি ডকুমেন্ট খোলে

F7
Microsoft Word-
বানান শুদ্ধ, গ্রামার ঠিক করার জন্য ব্যবহৃত হয়।

F8
সাধারণত সেফ মোডে যাবার জন্য ব্যবহৃত হয়।

F9
Quark
প্রোগ্রামের মিসারমেন্ট টুলবার খোলে

F10
.কোন খোলা প্রোগ্রামের মেনু বার- যিবার জন্য
. Shift + F10 মাউসের রাইট ক্লিক-এর মত কাজ করে

F11
ইন্টারনেট ব্রাউজারের পুরো স্ক্রীন মোডে যাবার জন্য।

F12
. Microsoft Word –এর save as উইন্ডো খোলে।
. Shift + F12 Microsoft Word – সেভ করে।
. Ctrl + Shift + F12 Microsoft Word –এর ডকুমেন্ট প্রিন্ট করে
Print this post

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন