কাব্য গল্প লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
কাব্য গল্প লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০১২


আজ ভাষা নামে মেয়েটির শুভ জন্মদিন

স্যার স্যার পিছন থেকে ডেকে উঠে এক কিশোরী মেয়ে,
ফুল নিবেন ফুল,আজ না একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস,
নিন একগুচ্ছ হলুদ রাঙা গাঁদা ফুল,ওই শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে আসুন,
টাকা লাগবো না; আজ ফুল বিক্রি করতে এই শহীদ মিনারে আসিনি,
এসেছি ঝাকরা চুলের শব্দ সৃষ্টির কবিদের হাতে একগুচ্ছ করে ফুল তুলে দিতে,
নিন,আপনি তো কবি;২১ শতাব্দির অহংকার,সাহিত্যের রুপকার;
তোমার নাম কি বলো তো?
ভাষা,
ভাষা?
হ্যাঁ ভাষা আমার নাম। আমার আব্বু-আম্মু নামটি রেখেছিল এই দিনটির জন্য,
তার মানে একুশ ফেব্রুয়ারিতে তোমার জন্ম?
তাহলে তো আজ তোমার জন্মদিন,
জ্বি স্যার,
শুভ জন্মদিন ভাষা;
ধন্যবাদ স্যার,আপনার আর্শীবাদ পৃথিবীর শ্রেষ্ট উপহার।

শুক্রবার, ২০ জানুয়ারী, ২০১২

Kve¨ Mí: AvR‡Ki we‡KjUv ‡Zvgv‡KB w`jvg

AvR ‡Zvgv‡K ‡f‡ewQ KweZvi Aeq‡e
‡Zvgv‡K wN‡iB KweZvi Qwe AvuKe
c…w_exi wkí mvwn‡Z¨i Hk¦h© ‡mŠ›`h© KweZv
‡hরুc cweÎ Avj-‡KviAv‡bi ‡miv ‡mŠ›`h¨© m~iv Avi-ivngvb
c«K…wZi ‡mŠ›`h© cy¯ú Kvbb,
fvjevmvi ‡mŠ›`h¨© wPivqZ ‡c«g,
iv‡Zi ‡mŠ›`h¨© b¶ÎcyÄ,
w`‡bi ‡mŠ›`h¨© ‡fvi-mܨvi Avengvb m~h©
wVK ‡Zgwb ‡mB ‡mŠ›`h¨©‡i Qwe AvuK‡Z ZZUv D`M«xe Avwg
hZUv cvMj ‡c«wgK Zvi ‡c«wgKvi gyL Kíbv Ki‡Z e¨¯—|

AvR ‡Zvgv‡K wb‡qI KweZvi g‡Zv ‡miKg fve‡ev
hZUv KweZv‡K fvjevwm Avwg c«wZwU mgq
hZUv KweZvi wfZi wb‡Ri Aw¯’Z¡ wbe× ivwL
KweZvi Q›` cj­‡e wbR©b wZwg‡i MxZv‡ii m~i g‡š¿ wbwfó _vwK

রবিবার, ৮ জানুয়ারী, ২০১২

ওই যে ছেলেটি কবিতা লিখে

                                                                                                                                                  এস. কে. দোয়েল 




ওই যে ছেলেটি কবিতা লিখে….
কি যেন নাম, প্রায়:ক্ষন বসে থাকে মহানন্দার তীরে
হ্যাঁ-হ্যাঁ ছেলেটি তো অমুকের ছেলে,বলল পাশে আরেক নিন্দুক
বলুন তো দেখি কবিতা লিখে কি হবে,
কবিতা ভাত দিবে?
অর্থের যোগান দিবে?
দেবদাস হয়ে বেঁচে থাকার কোন মানে আছে?
নিশ্চয়ই না,খামাকা নিজেকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া।