সোমবার, ৯ জানুয়ারী, ২০১২

কম্পিউটার টিপস এন্ড ট্রিকস

 আশরাফুল ইসলাম

কিভাবে মোডেমের স্পিড বাড়াবেন?

উইন্ডোজের কন্ট্রোল প্যানেল থেকে ফোন এন্ড মডেম অপশন্স- যেতে হবে। মডেমস্ ট্যাব থেকে নিজের মডেমটি সিলেক্ট করতে হবে। প্রোপার্টিজে যেতে হবে। প্রোপার্টিজের এডভান্স ট্যাবের এক্সট্রা সেটিংস্- এক্সট্রা ইনিশিয়ালাইজেশন কমান্ডস- যা লিখতে হবে তা হচ্ছে AT&FX লিখে ওকে করে বেরিয়ে এসে পিসি রিষ্টার্ট করতে হবে


আমার পিসি শাট ডাউন হতে অনেক সময় নেয়

অনেক কারনেই পিসি শাট ডাউনে বেশি সময় নিতে পারে। উইনডোজ এক্সপির একটি বিশেষ সেটিংস এর কারনেও এটি হতে পারে, এই সেটিংসটি ঠিক আছে কি না দেখার জন্য Start মেনুর Run গিয়ে secpol.msc লিখে Ok দিতে হবে, Local Security Settings আসলে Local Policies এর ভেতর Security Options সিলেক্ট করে ডানদিকে একেবারে নিচের দিকে Shutdown: Clear Virtual Memory Pagefile এর ওপর ডাবল ক্লিক করে ওপেন করুন। Enabled সিলেক্ট করা থাকলে Disable করে Apply, Ok দিয়ে বের হয়ে যান

স্টার্টমেনুর স্পিড বাড়ানোর উপায়

. স্টার্টমেনুতে গিয়ে run-এ regedit লিখে এন্টার দিন
. HKEY_CURRENT_USER\Control Panel\ গিয়ে Desktop   
     ক্লিক করুন . ডানপাশের উইনডোতে দেখবেন MenuShowDelay এর      
     ভ্যালু ৪০০ আছে, এটি করে দিন।

কম্পিউটার বার বার রিস্টার্ট দিচ্ছে কি করবেন?

১।My Computer রাইট ক্লিক করুন।
২। Properties – যান
৩। Advanced ট্যাব থেকে System and Recovery Settings – ক্লিক
     করুন
৪। Automatically restart চেক বক্স থেকে চেক মার্ক উঠিয়ে দিন।
Print this post

1 টি মন্তব্য: