শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০১২

স্পিড বাড়ান মজিলা ফায়ারবক্সের


প্রথমে Firefox চালু করে এড্রেসবারে about:config টাইপ করে এন্টার চাপুন। ফায়ারফক্সের কনফিগারেশন পেজ চালু হবে।
HTTP PIPELINING এনাবল করুন:১. HTTP পাইপলাইনিং এনাবল করে ব্রাউজিং এর গতি বাড়াতে পারেন। এর জন্য ওপেন হওয়া কনফিগারেশন পেজের ফিল্টারে টাইপ করুন network.http.pipelining. দু’টো ভ্যালু পাবেন।২. network.http.pipelining.ssl অপশনের ভ্যালু True করুন।(ডাবল ক্লিক করলে False থেকে True হবে।)
৩. network.http.pipelining.maxrequests অপশনে ডাবল ক্লিক করে এর ভ্যালু বাড়িয়ে নিন।(ডিফল্ট থাকে ৪ আপনি আপনার নেট লাইনের গতি বুঝে পরিবর্তন করুন। আমার ব্রাউজারে এটি ৮ করা আছে।)
HTTP PROXY পাইপলাইন এনাবল ও network.dns.disableIPv6 ট্রু করুন:১. HTTP PROXY পাইপলাইন এনাবল করতে ফিন্টারে টাইপ করুন- network.http.proxy.pipelining।২. network.http.proxy.pipelining অপশনের ভ্যালু পরিবর্তনের জন্য ডাবল ক্লিক করে True করুন।৩. ফিন্টার বক্সে network.dns.disableIPv6 লিখুন।
৪. network.dns.disableIPv6 অপশনে ডাবলক্লিক করে True করুন।
CONTENT INTERRUPT PARSING যুক্ত করুন:১. এই অপশনটি আগে থেকে থাকে না। সুতরাং আপনাকে যুক্ত করে নিতে হবে।২. about:config এ রাইট ক্লিক করে একটি New -> Boolean যুক্ত করুন।৩. New boolean value নামের যে পপ আপ উইন্ডোটি আসবে সেখানে content.interrupt.parsing টাইপ করুন।
৪. True ভ্যালু সেট করে OK করুন।
CONTENT MAX TOKENIZING TIME যুক্ত করুন:১. about:config এ রাইট ক্লিক করে একটি New -> Integer যুক্ত করুন।২. content.max.tokenizing.time লিখে OK করুন।
৩. ভ্যালু হিসেবে 2250000 সেট করে OK করুন।
CONTENT NOTIFY ONTIMER:১. about:config এ রাইট ক্লিক করে একটি New -> Boolean যুক্ত করুন।২. পপ আপ বক্সে content.notify.ontimer টাইপ করে ওকে করুন।
৩. ভ্যালু হিসেবে True নির্বাচন করুন।
CONTENT NOTIFY BACKOFFCOUNT:১. about:config এ রাইট ক্লিক করে একটি New -> Integer যুক্ত করুন।২. content.notify.backoffcount লিখে OK করুন।
৩. ভ্যালু হিসেবে সেট করুন ৫।
এবার Firefox বন্ধ করে আবার চালু করুন এবং ব্রাউজ করে দেখুন।
আশরাফুল ইসলাম
Print this post

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন