রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০১২

গরীবের ভালোবাসা
আলআমীন
গরীবের ঘরে জন্ম নিলাম
সবার চেয়ে সুন্দর হলাম
একজনাকে ভালো বাসলাম
তাকে আমি চেয়ে ছিলাম।
পেয়ে ছিলাম তাকে আমি
হাঁড়াতে দেই নি কোনো দিনি
মনের মধ্যে রাখবো আমি

সারা জীবন ভর থাকবে তুমি।

জানলো যখন প্রিয়তমা
গরীব আমার বাবা মা,
ভালোবাসা ধ্বংস করে
চলে গেলো আমায় ছেঁড়ে।
আমার কী দোশ
বিধাতা সৃষ্টি করেছে আমায়
আমার মন দিয়েছে তোমায়
দোশ কী শুধূ আমার।
হাত দিয়েছে বিধাতা
চোখ দিয়েছে সেই
মন দিয়েছে বিধাতা
ভালো বাসার জন্যই।
হয়তো দোশ হয়েছিলো আমার
তোমার সাথে দেখা হবার
ভূল করে ভালো বাসার
সাজা হলো এইতো আমার।
Print this post

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন