মঙ্গলবার, ২২ মে, ২০১২

কাব্যগল্প: কেমন আছেন?

                                                                                                        S.K.DOYEL


মেঘ ঢেকেছে আকাশ,বৃষ্টির ছটায় ভিঁজছে সমতল ভূমি

জ্যৈষ্ঠের খরা রোদের শুস্ক প্রকৃতিকে খানিকটা করেছে শান্তিপ্রিয়
ছাতাহীন বৃষ্টির জলে ভিঁজছে দোয়েল পাখি নামে একুশ শতকের তরুণ কবি
ভিজতে ভালোই লাগছে,অনুভূতির ভিতর সিক্ত নির্যাস
পতিত জমিতে হঠাৎ সবুজ ফসল গজালে যে আনন্দটুকু হয়,
দোযে়ল পাখি বর্ষার জল-কাদা মাটিতে আনন্দের ধেই ধেই,
কচু পাতার উপর মেঘ বৃষ্টির টপাটপ আলিঙ্গন,
দূর থেকে অস্পষ্ট ঝাপসা দৃষ্টিতে দেখা যাচ্ছে,
ভিঁজছে কোন এক কুঁডি় বয়সের লাবণ্য যুবতী
বৃষ্টির ঢল নামলেই কবির মানসে সৃষ্টি হয় খোলা জানালার মত মুক্ত সব কবিতা
উড়ন্ত ডানার মত বিহঙ্গ হয়ে কবিতাকাশে উড়ে বেড়ায় কবি-কবিতা,
মনের কাগজে স্বপ্ন ডানার আঁচরে ঝরণার মত প্রবাহিত হয় কবিতার নহর,
পাহাড়ী ঝরণার মত গড়িয়ে পড়ে কাব্য ভূ-অভ্যন্তরে
ফুলের নির্যাসের মত এক একটি কবিতা
একুশ সভ্যতার এই ঝলসানো প্রযুক্তির উষ্ণ প্রকৃতির দাবদাহে
প্রতিনিয়তই অস্ত্র-সম্ভারের ঝনাঝনানিতে চিন্তিত মানুষ,
ঝরা বৃষ্টি ফোঁটার মত ফুটতে থাকে তাজা বোমাগুলো,
বিধ্বংস জাতি-সভ্যতায় চোখ ধাঁধানো ভীবৎস সব ভয়ার্ত চিত্র!

মঙ্গলবার, ১৫ মে, ২০১২

ছড়া-শেষ পৃষ্ঠা


ছড়া-শেষ পৃষ্ঠা

নদী গবরা তীরে সাদা বকগুলো উড়ে
সবুজ ধানের চারাগুলো বাতাসে দোলে
উপরের নীল আকাশ সাদা মেঘ উড়ে
গবরার ব্রীজে গাড়ি যানগুলো দ্রুত চলে।
প্রকৃতির গায়ের রঙ সময় ক্ষনে ক্ষনে পাল্টায়
বেদনার নীল খাম বাহক নিয়ে পৌছায়
সভ্যতার কালের চাকা ঘুরে ঘুরে পাল্টায়
জাতি সভ্যতার চেহেড়াগুলো রঙ বেরঙে চমকায়।

মঙ্গলবার, ৮ মে, ২০১২

কাব্যগল্প: আমি এখন কবিতার শহরে

কাব্যগল্প: আমি এখন কবিতার শহরে

                                                                  এস.কে.দোয়েল

চারদিকে কবিতার সমাহারে,
কাগজের লেখা পান্ডুলিপিতে ভরে গেছে আমাদের কবিতার শহর,
কবিদের মেলা,
সৌন্দর্যের ভেলা,
প্রবাহমান স্রোত,
কবিতার বসন্তে,
ভালবাসার আমেজ
ফাল্গুনের উত্তাল বসন্তে
কবিতা সাজছে বিভিন্ন আঙিকে শৈল্পিক চিত্রায়নে,
আমাদের কবিদের বসবাস এখন কবিতার শহরে।