সোমবার, ৯ এপ্রিল, ২০১২

জন্মভূমি তেঁতুলিয়া

----সাফিউর রহমান সরকার---------
পঞ্চগড়ের উত্তর সীমায় তেঁতুলিয়া থানা,
ধনী-গরীব, ছোট-বর সকলেরই জানা
ভাগ্যবতী তেঁতুলিয়া সাত ইউনিয়নের মাতা,
জন্মকালে কেউ জানিনা কেমন ছিল পিতা।
চারপাশে এর ভারত ঘেরা দেখলে লাগে ধান্ধ্যা,
সব কিছুরই প্রমাণ পাবে- গেলে বাংলাবান্ধা।
মহানন্দার তীর ঘেষিয়া দাড়িয়ে তিরনই হাট,
যত দূরেই নজর যাবে ধু-ধু বালির মাঠ।
এর উপরে ভাগ্য দেবী বরই মেহের বাণ,
কাঙ্গালী এই বাঙ্গালীদের করছে অশেষ দান।
বিনাচাষে বিনা ব্যায়ে পাথর ভরা নদী,

দীন দুখিরা পেটের দায়ে খুটছে নিরবধি।
যুগের পরে যুগ চলে যায় হয়না পাথর শেষ,
তাইতো ধন্য জন্ম আমার ধন্য বাংলাদেশ।
তেঁতুলিয়া থানা সদর, মহানন্দার তীরে,
ধন্য গর্ভা হয়ে থাকে জন মানবের ভীড়ে।
সুদর্শনা ডাকবাংলা যেন রুপের ডালা,
দেখেই তারে মনে হবে পরিয়ে দিতে মালা।
ভোজন পিয়াস বন ভোজীদের আছে দারুন ঠাই,
নিত্য আসে নারী-পুরুষ বিরাম তাহার নাই।
যদিও নেই নয়নাভিরাম দালান-কোঠা-গাড়ী,
গোয়াল ভরা গরু আছে গোলা ভরা ধান,
বিদ্যা বুদ্ধি সবার সাথে আছে যে সম্মান।
দেবনগড় ইউনিয়নে জন্ম আমার ভাই,
পৃথিবীতে কারুর সাথে তুলনা যার নাই।
সোনায় গড়া মানুষগুলো ফুলের মত মন,
ধন্য জন্ম দেবনগরের ধন্য এ জীবন।
তেঁতুলিয়া যেতেই পথে দাড়িয়ে ভজনপুর,
অহরহ শুনতে যে পাই আনন্দেরই সুর।
ধনী-গরিব সবাই মিলে বাস করে এক সাথে,
দিনে করে আয় রোজগার শান্তিতে ঘুম রাতে।
সবার শেষে দেব-দেবীদের আখড়া দেবন পর,
সরস্বতী-লক্ষী-দেবীর দর্শনে হয় ভোর।
লক্ষী দেবীর ধনরত্ন হেথায় সবার তরে,
সরস্বতী বিদ্যাবতি আছে ঘরে ঘরে।
ধন্য আমার তেঁতুলিয়া ধন্য জন্মভূমি,
মরনেতেও থাকি যেন এই মাটিতে তুমি। 
Print this post

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন