ছড়া-শেষ পৃষ্ঠা
নদী গবরা তীরে সাদা বকগুলো উড়ে
সবুজ ধানের চারাগুলো বাতাসে দোলে
উপরের নীল আকাশ সাদা মেঘ উড়ে
গবরার ব্রীজে গাড়ি যানগুলো দ্রুত চলে।
সবুজ ধানের চারাগুলো বাতাসে দোলে
উপরের নীল আকাশ সাদা মেঘ উড়ে
গবরার ব্রীজে গাড়ি যানগুলো দ্রুত চলে।
প্রকৃতির গায়ের রঙ সময় ক্ষনে ক্ষনে পাল্টায়
বেদনার নীল খাম বাহক নিয়ে পৌছায়
সভ্যতার কালের চাকা ঘুরে ঘুরে পাল্টায়
জাতি সভ্যতার চেহেড়াগুলো রঙ বেরঙে চমকায়।
বেদনার নীল খাম বাহক নিয়ে পৌছায়
সভ্যতার কালের চাকা ঘুরে ঘুরে পাল্টায়
জাতি সভ্যতার চেহেড়াগুলো রঙ বেরঙে চমকায়।
কাল-কাল গতকাল আগামীকাল ভবিষ্যত
চক্রের কালের খেয়ায় রেখে যায় খবর
জীবনের আয়নায় নিজের মাঝেই কত পরিবর্তন
হিসেবের খাতায় শেষ পৃষ্ঠায় শুধু গুন-ভাগ যোগফল।
১৫.০৫.১২
চক্রের কালের খেয়ায় রেখে যায় খবর
জীবনের আয়নায় নিজের মাঝেই কত পরিবর্তন
হিসেবের খাতায় শেষ পৃষ্ঠায় শুধু গুন-ভাগ যোগফল।
১৫.০৫.১২
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন