সোমবার, ৭ মে, ২০১২

                                                                                          এস.কে.দোয়েল


পর্ব-০১
মহান সৃষ্টিকর্তার অদৃশ্য আড়ালে থেকে মাখলুকাতের জন্য সৃষ্টি করেছেন অগনিত সৃষ্টি। প্রতিটির সৃষ্টির মাঝে আছে মহান মাহাত্ম। প্রাণী জগতের বসবাসযোগী পৃথিবীটাকে নিয়ে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত মানুষের কৌতহুলের শেষ নেই। তার মধ্যে এই পৃথিবীর বুকে বিচরনশীল প্রাণীদের বৈচিত্র্যেরও শেষ নেই। কোন প্রাণীর সাথে কোন চেহেরা-সুরতের মিল নেই। আকার-ইংগিতও ভিন্ন ভিন্ন। কিছুদিন আগে শুরু করেছিলাম ‘মানুষ ও অন্যান্য প্রাণীদের মধ্যে সম্পর্ক’ শীর্ষক তথ্যনির্ভর গবেষণালব্ধ লেখাটি। সমযে়র অভাবে লেখা শেষ হয়ে উঠেনি। আজ এই শীর্ষক বইটির একটা অধ্যায় লেখায় হাত দিলাম। এই অধ্যায়ে মানুষ ও বৃক্ষের চেহেরা সুরতে কোন মিল আছে কিনা সে বিষযে় কিছু ছবি পোষ্ট করবো। প্রত্যেক উদ্ভিদ জগতের সাথে মানুষেরও আকার-ইংগিতের সাথে মিল রয়েছে। মিল রয়েছে শরীরের সাথে ভিন্নরকম মিল। তাই দেখা যাক নিচের ছবিগুলো কি বলে—


নারী বৃক্ষ
পৃথিবীতে মানুষদের মধ্যে ‘নারী’ নামক শব্দটি অত্যন্ত কামনীয়। সৌন্দর্য্যের দিক দিয়ে অনন্য। দেখতে-শুনতে চমৎকার। অনেকে নারীকে নিয়ে বিশেষ কিছুর সাথে তুলনা করে বিশেষণ তৈরি করে। নারী দেখতে সুন্দর।সুভাষিণী,অদ্ভুত ব্যবহার। আকর্ষনের দিক দিয়ে অভিন্ন। এই মানবীয় নারীর শরীরের সাথে উদ্ভিদের সাথে পাওয়া গেছে অবিশ্বাস্য মিল। আসুন দেখি নিচের উদ্ভিদগুলো সত্যি নারীর সাথে মিল আছে কিনা?


(গাছের একটি ফল মাত্র। দেখতে হুবুহ নারীর মূর্তির মতো। আফ্রিকার জঙ্গলে রয়েছে এক গাছটি)

(অবিকল মেয়েদের মত্রীই শারিরিক চর্চায় মগ্ন যেন গাছটি)


(নগ্ন নারীর শরীরের মতই আপাদমস্তক এ বৃক্ষটি)


(গর্ভবতী নারীর মতোই দাড়িয়ে আছে গাছটি)



(সন্তানকে আদর করছে যে এ মা বৃক্ষ)

চলবে...............










Print this post

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন