পাগল প্রেমিক
শেষটা হবে ভালো,
চেহারাটা তার সুন্দর হলেও
হৃদয়টা তার কালো।
তাকে আমি বলেছিলাম
সে আমাকে বলে ছিলো
ভালো আছি আমি।
তোমায় আমি বাসি ভালো
সে কথা কী জানো
মনটা তোমার কালো হলেও
বাসি আমি ভালো।
তেঁতুলিয়া সীমান্ত কলম সাহিত্য সংসদের নিয়মিত প্রকাশ
আমাদের অনুসরণ করুন
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন